ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে ক্যান্সার আক্রান্ত ও নিরীহ পরিবারের উপরে হামলায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত রবিবার সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যারচর গ্রামের হামলাকারী আব্দুল জব্বার (৪৫) ও তার পুত্র ফাহিম আহমদ (২০) কে আসামী করে
(গত ১আগষ্ট)মঙ্গলবার ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেলিনা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, কাইল্যারচর গ্রামের ক্যান্সার আক্রান্ত আব্দুল হকের স্ত্রী সেলিনা বেগমের কাছে ৫০ হাজার টাকা ধার চায় গ্রামের আব্দুল জব্বার ও তার পুত্র ফাহিম আহমদ। সেলিনা বেগম স্বামীর অসুস্থ্যতাসহ নানান সমস্যার কথা জানিয়ে ধার দিতে পারবে না বলে জানালে হামলাকারীরা ক্যান্সার আক্রান্ত আব্দুল হকের স্ত্রী সেলিনা বেগমকে নিজ বাড়ীতে হামলা করে গুরুত্বর আহত করে পালিয়ে যায়।
পরে পার্শ্ববর্তী বাড়ীর লোকজন এগিয়ে এসে সেলিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ব্যাপারে ছাতক থানার এসআই পিয়াস জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।