ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ভুটভুটি ও অটোরিকশার সংঘর্ষে সাইকেল আরোহীসহ তিন জন নিহত। আহত হয়েছেন আরো ৪ জন। বুধবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহনপুর স্টেশনের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।
নিহতরা হলেন, মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) ও বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)। আবুল হোসেন সাইকেল আরোহী ছিলেন।
আহতরা হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর হোসেন (৬০), একই গ্রামের তৈয়ব আলী (৫০), সাকুয়া গ্রামের আনসারুজ্জামান (৮০) ও একই গ্রামের চঞ্চল (৩৮)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহনপুর স্টেশনের স্টেশন অফিসার নিতাই চন্দ্র আহত ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, একটি ভুটভুটি গরু বোঝাই করে রাজশাহীতে আসছিলো, আর বিপরিত দিক থেকে অটোরিকশা আসছিলো। এসময় হঠাৎ করে সামনে সাইকেল আরোহী আসলে তাকে বাঁচাতে গিয়ে ভুটভুটি ও অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ভুটভুটি ধাক্কায় সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। দুঘর্টনার সময় ভুটভুটিটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।
মোহনপুর থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিলুল্লাহ জানান, গরু বোঝাই করে একটি ভুটভুটি রাজশাহীর দিকে যাচ্ছিলো। আর বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা আসছিল। একপর্যায়ে ভুটভুটি ও অটোরিকশার মাঝে বাইসাইকেল চালক ঢুকে পড়েন। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। বাকি চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, এই ঘটনায় একটি মামলা দায়েরে করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।